কালকিনিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আব্দুল কুদ্দুস শিকদার মাদারীপুর থেকে।
মাদারীপুরের কালকিনিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং আহতদের কল্যাণ কামনায়
সোমবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব এনায়েতনগর কালাই সরদারের চর বেপারী কান্দি (অবঃ) মেজর রেজাউল করিমের আয়োজনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপদেষ্টা
সালাউদ্দিন তানভীর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩০০ কম্বল বিতরণ করা হয়।