মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছে, তিনি বিগত ১৬ বছর এদেশটাকে লুটেপুটে খেয়েছে। যে কারণে চোরের মতো পালাতে হয়েছে। তিনি আর প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ নিতে পারবে না।
মাদারীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান চৌকিদারের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আকমল হোসেন খান, সদর উপজেলার শ্রমিক দলের আহবায়ক সেলিম মুন্সি, সহ-সম্পাদক আব্দুলাহ আল মামুন, যগ্ম সম্পাদক হেমায়েত হোসেন, মহিলা দলের সম্পাদক মুনমুন আক্তার প্রমুখ।
সভায় আবুল খায়ের খাজা বলেন, স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে এটাই প্রমান করেছে, দেশে গণতন্ত্রের কোন বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এসময় তারেক জিয়াকে দেশে এনে দেশ গঠনে ভূমিকা রাখার দাবী করেন।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে যেন কোন হাইব্রীড ঢুকতে পারে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হকারদের একত্রিত করতে হবে, নির্মান শ্রমিক দল গঠন করতে হবে, হোটের শ্রমিক দল গঠন করতে হবে। তাহলেই শ্রমিক দাল আরো সংগঠিত হবে।