মাদারীপুরের মধ্য লক্ষ্মীপুর ভয়-ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া ভুক্তভোগী পরিবারের অভিযোগ।উঠেছে লক্ষ্মীপুর পাঁচ নং ওয়ার্ডের জিয়া মের্ধা ৪৫ পিতা আবুল মের্ধা শাজাহান সরদার ৬০ পিতা মৃত রশিদ সরদার সাব্বির মের্ধা ২৮ ভুক্তভোগী শাহিন মের্ধা পিতা সেলিম মের্ধা নান্টু মের্ধা ৪৫ পিতা কাদের মের্ধা মাহাবুল মের্ধা ৪০ পিতা কাদের মের্ধার বিরুদ্ধে, ভুক্তভোগী শাহীন মের্ধা জানায় পূর্ব হইতে গ্রাম্য দলাদলি ও জমি সংক্রান্ত বিরোধীদের জেরে মিথ্যা অপবাদ দিয়ে আমার ভিটে মাটি দখল করে নেয়ায় পাঁয়তারা করে আসছিল এই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা, তারি জের ধরে গত ৪ তারিখ আনুমানিক রাত ৯ টা দিকে স্থানীয় কিছু সন্ত্রাসী দিয়ে আমাকে মিথ্যা অপবাদ ও হুমকি দিয়ে ঘরছাড়া করে আমাকে বলে দুই বছরের মধ্যে কেউ জানে তোকে এলাকায় না দেখে এই দুই বছর এলাকায় থাকতে পারবি না এবং আমার অসুস্থ স্ত্রীকে গালমন্দ করে এবং তার গায়েও হাত তোলে, আমি আমার মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে নিয়ে কোথায় যাবো এ ব্যাপারে কালকিনি থানায় অভিযোগ দায়ের করেছি আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই আমি যেন আমার স্ত্রী সন্তান নিয়ে আমার বাড়িতে বসবাস করতে পারি।