October 21, 2025, 8:37 pm
Headline :
মাদারীপুরে ভয়-ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া ভুক্তভোগী পরিবারের অভিযোগ। ভোলার দৌল‎তখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ মাদারীপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রাজৈরে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত। জীবনে নিরাপত্তা চায় ড্রিম হাউজ কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক নাসিরুদ্দিন।। মাদারীপুর পৌরসভা হলরুমে ৪ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ! কাল‌কি‌নি‌তে শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ দেশে গণতন্ত্রের কোন বিকল্প নেই। জেলা বিএনপির নেতৃবৃন্দকে উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা মাদারীপুরে চুরির অপবাদ দিয়ে একটি পরিবারকে মারধর: থানায় অভিযোগ

মাদারীপুরে স্ত্রীকে নিয়োগ দেয়াসহ নানা অভিযোগে অধ্যক্ষ ও তার স্ত্রীর এমপিও বাতিল

মাদারীপুর প্রতিনিধ।।মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলকে (প্রভাষক সমাজকর্ম) কলেজে নিয়োগ বাণিজ্য,দূর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ তৌহিদুর ইসলাম স্বক্ষরিত একটি আদেশে তাদের এমপিও বাতিলের নির্দেশ দেয়া হয়।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল হয়।তাদের এমপিও’র বিষয়টি ১৩ডিসেম্বর ২০২৩ জানানো হয়। কলেজে নিয়োগ বাণিজ্য,দূর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। স্ত্রীকে অবৈধভাবে নিয়োগ দেয়াসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে এ নির্দেশ দেয়া হয় বলে জানা যায়।
দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠলে তদন্তে নামে মাউশি বিভাগ এবং তদন্ত প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়।
এ বিষয়ে দুর্লভানন্দ বাড়ৈ বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করানো হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্র মূলক। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নিবেন।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, বিষয়টি শুনেছি । তদন্ত করে দোষি প্রমানিত হওয়াতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page